গাজীপুর প্রতিনিধি :গাজীপুরে শুক্রবার ভোরে গাঁজা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় ২৪ কেজি গাজাঁ, একটি পিকআপ, মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়। মহানগরের পূবাইল থানাধীন খিলগাঁও এলাকা থেকে এদের আটক করা হয়।
আটকরা হলেন পিরোজপুর জেলার ফজলুল হক হাওলাদারের ছেলে ফুয়াদ হোসেন ফরহাদ ও ময়মনসিংহ জেলার হারিজ মিয়ার ছেলে সোবা হোসেন শুভ।
র্যাব পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পূবাইল থানার খিলগাঁও এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে। এমন সংবাদের প্রেক্ষিতে কালীগঞ্জ-টঙ্গী সড়কের পাশে খিলগাও এলাকায় খোকন ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্যাকেটে ভর্তি ২৪ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও গাঁজা বিক্রির ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
