চট্টগ্রাম ব্যুরো: মহামারি করোনা ভাইরাসে বিশ্ব তথা দেশের মানুষ অসহায়, নিরুপায় প্রায় সকলেই ঘরবন্দী। ভাড়াটিয়ারা আজ দুই মাসের অধিক বেকার জীবনযাপন করছে। সকল মানুষের আয় রোজগারের পথ অনেকটাই বন্ধ। মানুষের কষ্ট লাঘবের জন্য এপ্রিল ও মে মাসের ঘরভাড়া মওকুফ বা অর্ধেক করার দাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সহায়তা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম লিয়াকত হোসেন ও সাধারণ সম্পাদক আবছার রশিদ আইয়ুব। শনিবার গণমাধ্যমে পাঠনো এক যুক্ত বিবৃতিতে এপ্রিল মে মাসের ভাড়া মওকুফ বা স্থগিতের জন্য সরকারিভাবে নির্দেশনা প্রদানের দাবী জানান এবং প্রধানমন্ত্রীর সরাসরি প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন। একইসাথে নেতৃবৃন্দরা জমিদারদের ট্যাক্সসহ, পানি, বিদ্যুৎ ও গ্যাস বিলের উপর যথাসম্ভব মওকুফ বা ছাড় দেওয়ার জন্য সরকারের সহায়তা কামনা করেন। নেতৃবৃন্দরা আশা করেন সকল বাড়ির মালিক এ মানবিক কাজটি করে মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপুর্ণ অবদান রাখবে।