ফুটপাত যেন শাহ আলী-দারুস সালাম থানার ওসিদের রসমালাই সাদ

অপরাধ রাজধানী

এসএম আর শহীদ : রাজধানীর মিরপুর শাহ আলী দারুস সালাম থানাধীন ব্যাঙের ছাতার মতো ফুটপাত দখল করে বসে আছে দোকানীরা। করোনাভাইরাস উপলক্ষে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশ দেওয়া হয় শপিংমলগুলো স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখতে পারবে কিন্তু কোন অবস্থাতেই ফুটপাতে হকাররা দোকান বসাতে পারবে না, অথচ পুলিশের নাকের ডগার সামনেই দেদারছে ফুটপাত দোকান বসিয়ে দোকান চালিয়ে যাচ্ছে, কি এমন রহস্য। এই করোনার সময় পুলিশের ভূমিকা এত ভাল যে সবাই পুলিশের সুনাম করতে ছিল এবং আগের থেকে অনেক সম্মান করছে কিন্তু গুটিকয়েক অসাধু কর্মকর্তার কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা দেখছে সাধারণ জনগন। দক্ষিণ বিশিল এর একজন স্থানীয় বাড়িওয়ালা বলেন বর্তমানে এই মহামারী করোনা ভাইরাস এর সময় যেভাবে দোকানপাট বসে ফুটপাত দখল করে ব্যবসা করছে এতে করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মিরপুরের মার্কেট মালিকপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ঈদের আগ পর্যন্ত তারা মার্কেট খুলবেনা, মার্কেট বন্ধ আছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন ফুটপাত দখল করে দোকান খুলে প্রশাসনের এবং কিছু চাঁদাবাজ সিন্ডিকেটের ছত্রছায়ায় এই করানোর ভাইরাসের সময় ফুটপাত দখল করে ব্যবসা করার মতো সাহস পায়। তিনি আরো বলেন পুলিশ যদি মন থেকে ইচ্ছা করে কোনভাবেই ফুটপাতে দোকানপাট বসতে দেওয়া হবে না আসলে সেটা সম্ভব দারুস সালাম ও শাহ আলী থানা জনের এসি মো. মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি দেখছি কিছুক্ষণ পর পুলিশ এসে দোকানপাট সরিয়ে দিলেও আইনগত কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।


বিজ্ঞাপন