গোপনে অসহাদের খাদ্যসামগ্রীসহ হাবিবুর রহমান তাপসের ঈদ উপহার

সারাদেশ

মো: রফিকুল ইসলাম, নড়াইল : নড়াইলে একাধিক বার গোপনে গোপনে কর্মহীন হয়ে পড়া অসহাদের মাঝে খাদ্যসামগ্রীসহ ঈদ উপহার বিতরণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বর্তমান আওয়ামী-লীগ নেতা হাবিবুর রহমান তাপস।
দেশের নেয় নড়াইলেও করোনার প্রভাবে সমস্যায় পড়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে অব্যাহত ভাবে আহ্বান করে একাধীক বার মিডিয়ার চোঁখ ফাকি দিয়ে এবং মিডিয়ার কর্মীরা এসকল খাদ্যসামগ্রী বিতরণের বিষয়ে জানতে চাইলেও এ আওয়ামী-লীগ নেতা গরিবের বন্ধু অসহায়ের কান্ডারি কৃষকদের আস্থাভাজন পরউপকারী হাবিবুর রহমান তাপস একাধিক বার খাদ্যসামগ্রী গোপনে চেয়ারে বসিয়ে বসিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।
এ সাদামনের মানুষ খ্যাত সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তাপস জানান, আমি নড়াইল জেলার মানুষ, আমি যদি আমার জেলার জন্য কিছু করতে না পারি, তাহলে আমার মতো মানুষের কি কাজে আসবে অসহায় কর্মহীন মানুষদের।
আমার নিজ অর্থায়নে যতোটুক পারি, সবার আড়ালে অসহায়দের জন্য কাজ করে যাব বলেও জানান তিনি।
এদিকে এ আওয়ামী-লীগের নেতা নড়াইল জেলার সকল বিত্তবান মানুষকে অসহাদের এ বিপদের সময় এগিয়ে আসার জন্য বার বার অনুরোধ করেন। আপনারা অসহায়দের পুজি করে নির্বাচনের সময় কাজে ব্যবহার করেন, কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার পরে এসকল অসহায় ভোটারদের পাসে বিপদের সময় না দাড়িয়ে বড় বড় ডায়লক দেন, আজ এ সকল অসহাদের বিপদের সময় একটু কাজে আসেন, আর নাটক করবেন না।
অসহায় গরিবদের ভোটের কারণেই আপনি আজ একজন নেতা হতে পেরেছেন, আজ নেতার কর্তৃত্ব পালন করেন, অসহাদের পাসে থেকে কিছু করেন বলেও জানান তিনি।
নড়াইলের লোহাগড়ার অজোপাড়াগাঁয়ের (১৮মে)সোমবার হতদরিদ্রদের মাঝে পৌঁছে দেয়া হয়েছে সুগন্ধী চাল, চিনি, সেমাই, তেল, দুধ, আলুসহ নিত্যপণ্য খাদ্যসামগ্রী।
সোমবার (১৮মে) বেলা ১১ ঘটিকার সময় ইতনা ইউনিয়নের ৮৬নং পি,এল,চর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১১০ জন দরিদ্রদের মধ্যে ঈদ উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বর্তমানে আওয়ামী-লীগ নেতা হাবিবুর রহমান তাপস এ খাদ্যসামগ্রী নিজ অর্থায়নে একাধিক বার প্রায় হাজার জন গরিব অসহাদের মাঝে বিতরণ করেন।
এ খাদ্যসামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে নড়াইল ফটোগ্রাফিক সোসাইটি।
এ সময় খাদ্যসামগ্রী অসহাদের মাঝে বিতরণ কালে সাফল্যরূপ সন্মান অর্জন করছে নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিজা, সাংগঠনিক সম্পাদক মাসুম জব্বারী।
উপস্থিত ছিলেন পি,এল,চর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ রাসেল পারভেজ ওশান, লোহাগড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শিমুল হাসান, সাংবাদিক রইচ উদ্দিন টিপু, সাংবাদিক মো:রফিকুল ইসলাম, নড়াইল সদর নড়াইল, উত্তর মহানগর ১৪ নং ওয়ার্ড যুবলীগের ইউনিট সহসভাপতি মো: ইলিয়াস মোল্যা, উত্তর মহানগর ১৪ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মনিরুল ইসলাম মোল্যা, মিঠুন খান প্রমূখ।
এসময় প্রতিটি অসহায় পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি সেমাই, ১/২ কেজি চিনি, ১০০ গ্রাম দুধ বিতরণ করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান তাপস আরো বলেন, করোনা ও ঈদ উল ফিতর উপলক্ষে মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী আমি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি নিতান্তই ভালবাসার টানে এবং মানবতার কারণে,আজ আমার মত সমাজসেবকরা যদি এ সকল অসহাদের বিপদের সময় না দাড়ায় তাহলে তাদের সুসময়ে আমাদের মত সমাজসেবিদের কি দরকার।
নড়াইল জেলার মানুষ ভাল থাকলেই আমার ভাল থাকা, ওনারা দরিদ্র নয়, আমি গ্রামের বড় মনের মানুষদেরই খাদ্য দিচ্ছি।
তাদের প্রাপ্য সম্মান দিতেই চেয়ারে বসিয়ে এ খাদ্যসামগ্রী দিচ্ছি।
এদিকে কিছু নামমাত্র ত্রাণ দিয়ে অসহায় মানুষদের লাইনে দাড়িয়ে ফটো টিউশন করে এ সকল অসহাদের সন্মানহানি করতেও দেখা গেছে, আপনাদের সম্পদ আছে আজ এ বিপদের সময় অসহাদের পাসে নিজ সার্থে দাড়াবেন কোন স্বার্থ ছাড়া কিন্তু এমনটা নড়াইলে হচ্ছে না বলেও জানান তিনি।


বিজ্ঞাপন