আত্মসমর্পণকারী চরমপন্থীদের প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার চেক প্রদান

সারাদেশ

মো: রফিকুল ইসলাম, নড়াইল : মুজিববর্ষে অঙ্গীকার পুলিশ হবে জনতার, এ স্লোগানকে সামনে রেখে নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল পুলিশ সুপারের কার্যালয় (২৩মে) সকালে আত্মসমর্পণকারীদের প্রতি জনকে ৫০,০০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
আত্মসমর্পণকারী নড়াইল কালিয়া থানার মৃত্যু আবুবক্কার শেখের ছেলে মোহাম্মদ মুরাদ শেখ, সাং-সাতবাড়িয়া ও মো. শহিদ মিরান পিতা হাবি মির, সাং-খবরিয়া উভয় থানা কালিয়া জেলা নড়াইল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান আরা, জেলা প্রশাসক নড়াইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম মখলেসুর রহমান, যুগ্ম পরিচালক বিভাগীয় এনএসআই খুলনা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সভাপতি জেলা আওয়ামী-লীগ নড়াইল, নিজাম উদ্দিন খান নিল উপজেলা চেয়ারম্যান নড়াইল সদর ও জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক নড়াইল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান উপ-পরিচালক এনএসআই নড়াইল, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


বিজ্ঞাপন