আজকের দেশ রিপোর্ট : শনিবার ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের হাজারী লেইন ও আন্দার কিল্লায় ঔষধের পাইকারি বাজারে ঔষধের নকল ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা করা সহ ৫ লক্ষাধিক টাকার নকল হ্যান্ড স্যানিটাইজার, পিপিই ও মাস্ক ধ্বংস করে। এ খবর ঔষধ প্রশাসনের সংশ্লিস্ট একটি সূত্রের।
প্রাপ্ত সূত্র অনুযায়ী জানা যায় ২৩/৫/২০২০ তারিখ ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম, চট্টগ্রাম জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর ঔষধের পাইকারি বাজার হিসেবে চিহ্নিত হাজারী লেইন ও আন্দর কিল্লায় নকল করোনা প্রতিরক্ষা সামগ্রী বিক্রয় ও সরবরাহ প্রতিরোধে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় নকল হ্যান্ড স্যানিটাইজার, পিপিই, মাস্ক বিক্রি ও মজুদ করা এবং আন-রেজিস্টারড বিদেশি ঔষধ মজুদের দায়ে ঔষধ আইন ১৯৪০ অনুযায়ী ৫ টি প্রতিষ্ঠানকে মোট ৮২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ৫ লক্ষাধিক টাকার নকল হ্যান্ড স্যানিটাইজার, পিপিই, ও মাস্ক ধ্বংস করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশ গ্রহণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট মোঃ ইরতাজ, স্থানীয় পুলিশ প্রশাসন এবং চট্টগ্রামের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান। এ বিষয়ে হোসাইন মোঃ ইমরান আজকের দেশকে বলেন নকল ভেজাল বিরোধী অভিযান চালানো হবে এটা একটা চলমান প্রক্রিয়া। ঈদের বন্ধ না হলে আরো বড় বড় অভিযান চালানো সম্ভব হতো।