নড়াইলের ফাটা কেষ্ট তুফানের ঈদ সামগ্রী-নগদ অর্থ বিতরণ

সারাদেশ

মো: রফিকুল ইসলাম, নড়াইল: নড়াইলের ফাটা কেষ্ট তুফান ১২শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ ঈদ উপহার হিসাবে বিতরণ করেন নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ১২শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও ৭শ পরিবারকে নগদ অর্থ ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ অচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক এ্যাডঃ ওমর ফারুক প্রমুখ।
এ সময় ২শত ইমাম, ১শ ৩০ জন গ্রাম পুলিশ, ইজিবাইক শ্রমিক, রেন্টেকার শ্রমিকসহ ১২শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ও ৭শ পরিবারকে নগদ অর্থ প্রদান করেন সাবেক নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান।
এ উপহার সামগ্রীর মধ্যে সেমাই, পোলার চাল, গুড়া দুধ, সয়াবিন তেল, সাবান, চিনি ইত্যাদি।
এদিকে করোনা প্রথম থেকেই মানুষের দোড়গোড়ায় পৌছে সচেতন করতে দেখা গেছে এবং পুলিশের সাথে রাস্তায় দাড়িয়ে সতর্কতা মুলক প্রচার প্রচারনাসহ অসহাদের পাসে কাধেঁ কাধঁ মিলিয়ে ফাটা কেষ্টর মত কাজ করে গেছেন এবং একাধিক বার নিজ অর্থে অসহাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় ভাইস চেয়ারম্যান তুফান এ প্রতিবেদককে জানান, করোনা ভাইরাসের কারনে দেশের নেয় নড়াইলেও খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
তারই ধারাবাহিকতায় আমি এ সকল কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মধ্যে করোনা ভাইরাসের প্রথম থেকেই সাস্থ্যবিধি মেনে চলা, সাবান বিতরণ, মাক্স বিতরণ, সচেতনতা মূলক প্রচারসহ একাধিক বার খাদ্যসামগ্রী নগদ অর্থ উপহার হিসাবে ঘরে ঘরে গিয়ে রাতের আধাঁরে বিতরণ করেছি।
করোনা ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত আমার নিজ অর্থে এ খাদ্যসামগ্রী বিতরণ অব্যহত থাকবে বলেও জানান।


বিজ্ঞাপন