করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে অতিরিক্ত সচিব

স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস বা কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ অনুবিভাগ) মাহমুদ হাসান।


বিজ্ঞাপন

প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী সামাজিকমাধ্যম ফেসবুকে রোববার (২৪ মে) এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

মাহমুদ হাসান বর্তমানে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন জানিয়ে তার জন্য দোয়া চেয়েছেন আমীর হোসেন চৌধুরী।

এদিকে ঈদের দিনও দেশে ১ হাজার ৯৭৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গেল ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জন মারা গেছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

করোনাভাইরাস নিয়ে অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সোমবার (২৫ মে) এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে নতুন আরও একটি ল্যাবে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। রাজধানীর ল্যাবএইড হাসপাতাল নমুনা সংগ্রহ শুরু করেছে। এ নিয়ে দেশে মোট নমুনা সংগ্রহের ল্যাব হলো ৪৮টি। এই ল্যাবগুলোতে গেল ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ৫৪১টি নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৫১টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৭৫ জনের শরীরে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ২১ জন।