ঈদের দিন ঝড়ে লণ্ডভণ্ড অর্ধশত ঘরবাড়ি

সারাদেশ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের আঘাতে অর্ধশত ঘরবাড়ি, দোকানপাট লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের কবলে পড়ে ৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে দিকে উপজেলার বেশ কয়কটি গ্রামে ঝড়ের তাণ্ডব শুরু হয়।


বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝড়ের আঘাতে ঝুপড়ি ঘর, টিনশেড, সেমিপাকা ভবন, দোকানপাট, বিদ্যুতের খুঁটি, গাছপালা ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। খোলা আকাশের নিচে রয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষেরা।

ক্ষতিগ্রস্তরা জানান, সোমবার সকালে ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। ওই সময় প্রবল বেগে ঝড়ো বাতাস শুরু হয়। নিমেষেই ঘরবাড়ি দোকানপাট লণ্ডভণ্ড করে দেয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো— সোনারহাট বান্দেরকুড়া, চলবলা, চাপারহাট ও কাকিনা পাঁচমাথাসহ বেশ কয়েকটি গ্রাম।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন চলাবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে। একই সাথে তাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে।