গাজীপুরে খুলছে ১৪শতাধিক কারখানা

সারাদেশ

করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১১২০

 

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে পোশাক কারখানারসহ ১৪০৪টি কারখানা খুলেছে। শনিবার গাজীপুরে বিভিন্ন এলাকার এসব কারখানা খুলছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানাসহ ২ হাজার ৭২টি শিল্প কারখানার রয়েছে। এর মধ্যে শনিবার ১৪০৪টি শিল্প কারখানা চালু হয়েছে। এছাড়া, বন্ধ রয়েছে ৬৬৮টি কারখানা।
অন্যদিকে গাজীপুরে নতুন করে আরও ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে এ পর্যন্ত জেলায় মোট করোনা পজেটিভ ১ হাজার ১২০ জন।
গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সর্বশেষ ২১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ৩৮ জন এবং কালিয়াকৈর উপজেলায় ৮ জন।
জেলায় এ পর্যন্ত মোট ৯ হাজার ৪৫৬ জনের নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ১১২০ জনের।
এর মধ্যে সর্বোচ্চ ৭২৯ জন গাজীপুর সদর উপজেলায়, কালীগঞ্জ উপজেলায় ১২৯ জন, কালিয়াকৈর উপজেলায় ১০৮ জন, কাপাসিয়া উপজেলায় ৮৭ জন এবং শ্রীপুর উপজেলায় ৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।


বিজ্ঞাপন