মানবিকতায় অনন্য এক বিল্লাল শাহ

রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : মানবিক কাজ করে প্রসাংশা কুড়িয়েছে সাবেক ৩২নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন মুহাম্মদ বিল্লাল শাহ। করোনা ভাইরাসের প্রাদুভাবে শুরু হওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আগ্রণী ভূমিকা পালন করে আসছেন তিনি। সাবেক ৩২নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন মুহাম্মদ বিল্লাল শাহ করোনাকে উপেক্ষা করে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। মনোবল অটুট রেখে মাঠে রয়েছেন তিনি। তার কর্মীরা করোনা সম্পর্কে সচেতন মূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি মানুষের সুরক্ষাসামগ্রী বিতরন করেছেন। অসুস্থদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। ওয়ার্ডের কেউ মারা গেলে লাশ দাফনের দায়িত্ব নিয়েছেন। এই মানবিক কাউন্সিলর এসব কারণে স্থানীয় মানুষদের কাছে প্রশংসিত হয়েছেন। মার্চের শেষের দিকে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে জনগণকে সচেতন করে আসছেন। মাক্স, ঔষুধ, হ্যাক্সিসল, ব্লিচিং, লিফলেট বিতরণ করেন। ওয়ার্ডের প্রত্যকটা অলিগলিতে জীবাণু নাশক ছিটানো হয়েছে নিজ অর্থায়নে। যার কর্যক্রম চলমান আছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সচেতনতা মূলক সাইনবোর্ড স্থাপন করেছেন এই মানবিক কাউন্সিলর। মাঠে যে সদস্যরা কাজ করেছেন তাদের মাঝে সুরক্ষা সামগ্রী পিপিই, মাক্স, হ্যান্ডগ্লাভস, স্যানিটাইজার ও চশমা বিতরণ করা হয়েছে। এই মানবিক কাউন্সিলর বলেন বিপদে যদি জনগণের পাশে না থাকতে পারি তাহলে কেমন জনপ্রতিনিধি হলাম। তাই নিজেকে গুটিয়ে না রেখে সদস্য টিম নিয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। আমি এই দেশের সন্তান এই দেশকে ভালোবেসে কাজ করে চলেছি। আর যত দিন বাচবো জনগনের সেবায় নিজেকে উৎসর্গ করে যাব।


বিজ্ঞাপন