গণস্বাস্থ্যের কিটে করোনা পরীক্ষার খবর মিথ্যা

স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত ‘জি আর কোভিড-১৯ ডট ব্লট টেস্ট’ কিট দিয়ে দেশের বিভিন্ন জায়গায় করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা সত্য নয়। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য কেন্দ্রের ‘জি আর কোভিড-১৯ ডট ব্লট টেস্ট’ কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেছেন, ‘আমাদের কিট এখন পর্যন্ত সরকারের অনুমোদন পায়নি, কোনো বিপণন হয়নি এবং কোনো প্রতিষ্ঠানকে করোনায় পরীক্ষার জন্য দেয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘এই কিট দিয়ে দেশের বিভিন্ন জায়গায় করোনা পরীক্ষা করা হচ্ছে বলে যে খবর বেরিয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। এ সংক্রান্ত কোনো প্রকার কিট পরীক্ষার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কেউ যদি এই ধরনের কোনো তথ্য কোথাও পান, অনুগ্রহ করে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা বা স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করছি।’


বিজ্ঞাপন