নোংরা রাজনীতি প্রতিহতের অঙ্গীকার

রাজনীতি সারাদেশ

মোঃ নিজাম উদ্দিন খান নিলু : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান রেখে আমি আপনাদের উদ্দেশ্যে সমসাময়িক কিছূ বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা অবশ্যই জানেন যে বিশ্বব্যাপী ভয়াবহ করোনা দূর্যোগ কিছূটা শ্লথ হলেও এখনো সে তান্ডব চালিয়ে প্রতিদিন কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রান, সংক্রমিত করছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে। সংক্রমনের ধারাবাহিকতা রোধে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বারবার নির্বাচিত সুযোগ্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবিচল সংগ্রামী মনোভাব ও সুদৃঢ় পদক্ষেপে আমাদের দেশ এখনো পর্যন্ত নিয়ন্ত্রিতভাবেই এ দূর্যোগকে মোকাবেলা করছে। তারপরও আমাদের অসহযোগীতা ও বিধিনিষেধের প্রতি উদাসীনতার কারণে বাংলাদেশেও অত্যন্ত দুঃখজনকভাবেই প্রতিদিন সংক্রমনের রেকর্ড অতিক্রম করছে, আমরা হারিয়ে ফেলছি অনেক শীর্ষস্থানীয়, পদস্থ্য, দায়িত্ববান ব্যাক্তিত্য সহ সাধারণ মানুষকে। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের দুইজন অবিভাবককেও আমরা করোনার নির্মমতায় হারিয়েছি, আমি তাঁদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শি পরিকল্পনা বাস্তবায়নে নড়াইল জেলার সুউজ্জ্বল তারকা মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা মহোদয়ের ঐকান্তিক সহযোগীতায় জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশবাহীনি, চিকিৎসকবৃন্দ সহ স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আমরা আপনাদের পাশে থেকে সাধ্যমত সংগ্রাম করে যাচ্ছি। জানিনা এ যুদ্ধের শেষ কোথায়, তবে আপনাদেরকে আশ্বস্ত করছি মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে আপনাদের পাশে আমরা সার্বক্ষনিক ও সমাপ্তীঅব্দি থাকবো, ইনশাল্লাহ। ২০২০-২১ সালের প্রস্তাবিত বাজেট সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সুদুররিসরি পরিকল্পনার সাথে করোনা দূর্যোগ মোকাবেলা ও করোনা পরবর্তি অর্থনৈতিক উত্তোরণের খেয়াতরী হিসাবে জনকল্যানমুখী এ বাজেট প্রনয়ন করেছেন। যেহেতু বাজেটটি দূর্যোগকালীন সময়ের জন্য সেহেতু খোলাচোখের অনুধাবনে বাজেটে কিছূ তারতম্য উপলব্ধ হলেও সেটি এই মূহূর্তের জন্য অত্যন্ত গূরুত্বপূর্ণ ও তাৎপর্যবহুল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এ বাজেটকে স্বাগত জানিয়ে বাজেট বাস্তবায়নে সর্বচ্চো সচেষ্ট রইবো, ইনশাল্লাহ। প্রিয় নড়াইলবাসী আপনারা জানেন করোনা মোকাবেলা ও আক্রান্ত জনগোষ্ঠীকে সার্বিক সহযোগীতা প্রদানে যখন আমরা মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে শতশত স্বেচ্ছাসেবক, জেলা ও উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ বিরামহীন ও নির্ঘুম পরিশম করে চলেছে ঠিক সেই মূহূর্তে শান্তিপ্রিয় নড়াইল জেলার বিভিন্ন এলাকায় কিছূ অবচেতন, অমানবিক, অসহিষ্ণু ব্যাক্তি বা গোষ্ঠী একের পর এক অমানবিকভাবে দাঙ্গা হাঙ্গামা সহ মানুষের রক্ত নিয়ে খেলা করছে যা আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাস্কর ও বেদনা দায়ক। নির্বাচন ভিত্তিক গণতান্ত্রিক দেশে সমাজে মতবিরোধ বা মতভেদ থাকতেই পারে কিন্তু করোনার এই দূর্যোগের মাঝেও যারা নিজেদের হিংস্রতাকে নিয়ন্ত্রন করতে ব্যার্থ হয়, সাধারণ মানুষের জীবনকে নিজেদের স্বার্থের সিঁড়ি হিসাবে ব্যবহার করে তথাকথিত স্বার্থ বা উদ্দেশ্য চারিতার্থ করতে চায় তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। কোন ক্রমেই আমরা সমাজের নিরাপত্তা বিঘিœত করে কারো রক্তের রাজনীতি কোনকালেই সমর্থন করিনা। যেহেতু আমি নড়াইল জেলার প্রতিটি কোনের মাটি ও মানুষের সাথে সুদীর্ঘকাল মিশে রয়েছি সেহেতু আমি দ্যার্থহীন কন্ঠে বলতে পারি এ ঘৃনিত হত্যার রাজনীতি কোন সুপরিসর পরিকল্পনা প্রসুত নয়, বরংচ এটি বিভিন্ন এলাকার অত্যন্ত বিচ্ছিন্ন কিছূ পারিবারিক ও সামাজিক কলহেরই একটি অংশমাত্র। এইসব ঘৃনিত হত্যাকান্ডের সাথে মুষ্টিমেয় কয়েকজন চক্রান্তকারী সম্পৃক্ত এবং তারা নিয়মিত ও আদর্শিক রাজনীতির সাথে জড়িত নয়। তথাপি একটি কুচক্রী স্বার্থন্বেসী মহল প্রতিটি বিষয়ের আদ্যপান্ত না জেনেই সামাজিক যোগাযোগমাধ্যমের সহযোগীতায় সাম্প্রতিক ঘটে যাওয়া বিচ্ছিন্ন এসব হত্যাকান্ডকে একই সূত্রে গেঁথে মুক্ত মন ও মানসিকতার মাশরাফি বিন মোর্ত্তজা, নড়াইলের প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের মধ্যে বিভেদ তৈরীর সুপরিকল্পিত পায়তারা করে চলছে, যা কখনোই সফল হবার নয়। নড়াইল জেলার কিংবদন্তী মাশরাফি বিন মোর্ত্তজা নিজে অহিংস, সুবিবেচক ও সুবিচক্ষন একজন মানুষ। তিঁনি সকল দাঙ্গা, হাঙ্গামা ও হত্যাকান্ডকে ধিক্কার জানিয়ে অবিলম্বে এসব হত্যাকান্ডের পেছনে থাকা মূল হোতাদেরকে চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিতকরনের অঙ্গীকার করেছেন। আমি নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের পাশে থেকে নড়াইল জেলা আওয়ামী লীগ ও এর প্রতিটি ইউনিটের নেতা কর্মীদেরকে নিয়ে আপোষহীনভাবে রক্ত নিয়ে এ নোংরা রাজনীতি প্রতিহত করার অঙ্গীকার করলাম। আমি বিশ্বাস করি আমাদের ক্যাপ্টেন মাশরাফি বিন মোর্ত্তজা সহ নড়াইল জেলার সকল আদর্শবাহী কর্মকর্তাবৃন্দের আন্তরিক শ্রম ও সমন্বয়ে আমাদের নড়াইলের মানুষের জান মালের নিরাপত্তা বিধান করে অনণ্য এক সম্পৃতির দৃষ্টান্ত স্থাপনে স্বার্থক হবো, ইনশাল্লাহ। সকলে সুস্থ্য থাকুন, ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।


বিজ্ঞাপন