সংসদের মূলতবি অধিবেশন শুরু হচ্ছে আজ

এইমাত্র জাতীয়

নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহ বিরতির পর আজ (মঙ্গলবার) শুরু হচ্ছে সংসদের মুলতবি সংধিবেশন। ২৩ ও ২৪ জুন প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা, ২৯ জুন অর্থ বিল এবং ৩০ জুন বাজেট পাস হবে।


বিজ্ঞাপন

নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা নেগেটিভ নিশ্চিত হয়েই সংসদের এই অধিবেশনে যোগ দেবেন সংসদ সদস্যরা। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধিবেশনের আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপির নমুনা পরীক্ষার জন্য ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। গত শনিবার থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। গতকাল সোমবারের মধ্যে তাদের নমুনা পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তাদের কেউ কেউ সংসদ মেডিক্যালে এবং কেউ কেউ নিজ নিজ এলাকায় নমুনা পরীক্ষা করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

করোনা নেগেটিভ নিশ্চিত হয়েই এমপিরা সংসদে যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী।

তিনি জানান, আগে কেবল কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে এমপিদের নমুনা পরীক্ষা করার অনুরোধ করা হয়েছে। এটি বাধ্যতামূলক নয়, তবে সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। অধিবেশনে প্রবীণ ও অসুস্থ সংসদ সদস্যদের না আসার পরামর্শ দেওয়া হয়েছে। সেটি বিবেচনায় রেখে সংসদে বাজেট আলোচনায় অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত হয়েছে বলে তিনি জানান।

এই অবস্থায় বাজেট অধিবেশন আর মাত্র চার কার্যদিবস চলতে পারে। অধিবেশন চলাকালে স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলাসহ সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।