অবৈধ অর্থ না পাওয়ায় প্লান অনুমোদনে অনিহা

রাজধানী

নিজস্ব প্রতিবেদক : সমস্ত কাগজপত্র ঠিক থাকলে ১৫/২০ দিনের মধ্যে প্ল্যান অনুমোদন পাওয়ার কথা অথচ আজ পর্যন্ত তা পাচ্ছেন না। সেকশন ০১,ব্লক – জি, রোড নং ০১, বাড়ি নং ০১, থানা শাহআলী ঢাকা ১২১৬। বাড়ির মালিক মো. সৈয়দ আহম্মেদ পিতা মৃত্যু মো. আলী। প্ল্যান অনুমোদনের জন্য মোটা অংকের টাকা দাবি করা হয়েছে বলে বাড়ির মালিক মো. সৈয়দ আহম্মেদের অভিযোগ ।
জানা যায়, গত ২৪/০৪/২০১৭ ইংরেজি তারিখে বাংলাদেশ সরকারের পরিত্যক্ত ব্যবস্থাপনা বোর্ড হতে ক্রয় করে যার রেজিঃ দলিল নং ৪১৭৭। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নামজারি অনুমতি গ্রহণ করে গত ১২/১২/২০১৮ ইংরেজি তারিখে। কিন্তু সৈয়দ আহম্মেদ এর মেয়ে জামাতা আ. গনি পিতা মৃত্যু মো. তাইজুল হোসেন বাড়ি ক্রয়ের প্রায় এক বৎসর পূর্বে অর্থাৎ গত ৩০/০৩/২০১৭ ইংরেজি তারিখের ৩০০/ টাকার স্টাম্পে আন রেজিঃ বন্টন নামা দেখিয়ে চাঁদা ও ফ্লাট দাবি করে। বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা দায়ের করে বলে এ প্রতিবেদককে জানায়। কিন্তু বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেয়। যার মামলা নং-৩১০/২০১৮। আ. গনি আপিল করলে আদালত তা নামঞ্জুর করে দেয়। সৈয়দ আহম্মেদ এ প্রতিবেদককে জানায় গত ০৫/১২/২০১৯ ইরেজি তারিখে বাড়িটি পুনঃ নির্মাণ অনুমতি এবং কোম্পানি আমমোক্তার নিয়োগ অনুমতি পায়। গত ০৮/০১/২০২০ ইংরেজি তারিখে ভূমি ব্যবহার ও ইমারত নির্মাণের ছাড়পত্র পায়। আরো জানা যায় গত ০২/০২/২০২০ ইংরেজি তারিখে অনলাইনের মাধ্যমে সমস্ত কাগজপত্রসহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বরাবরে প্ল্যান ( নকসা) অনুমোদনের আবেদন করলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন -০৩, মহাখালীর কিছু অসাধু কর্মকর্তা আ. গনির কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে আজ পর্য্যন্ত প্ল্যান (নকসা) অনুমোদন না দিয়ে ঘুরাচ্ছে বলে দুঃখ প্রকাশ করেন সৈয়দ আহম্মেদ। যেখানে সমস্ত কাগজপত্র সঠিক থাকলে ১৫/২০ দিনের মধ্যে প্ল্যান অনুমোদন পাওয়ার কথা অথচ আজ পর্যন্ত তা দিচ্ছে না। প্ল্যান অনুমোদনের জন্য মোটা অংকের টাকা দাবি করে বলে এ প্রতিবেদককে জানায় । আ. গনি মামলাবাজ হিসেবে মহল্লায় পরিচিত বলে তার শাশুড়ী মিনারা বেগম জানায়। এ ব্যাপারে সৈয়দ আহম্মেদ উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।


বিজ্ঞাপন