লামা-আলীকদম প্রতিনিধি : বান্দরবান সদর উপজেলার বাঘমারায় সন্ত্রাসীদের গুলিতে ৬ জন নিহত হওয়ার খবর প্ওায়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৩জন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বাঘমারা বাজার এলাকায় একটি সন্ত্রাসী দল হামলা চালায়। তাদের ব্রাশফায়ারে ঘটনাস্থলে ৬ এলাকাবাসী মারা যায়। গুলিবিদ্ধ অবস্থায় আরও ৩ জনকে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।
এলাকায় আধিপত্য বিস্তারে আঞ্চলিক রাজনৈতিক দলগুলাের বিরােধের জেরেই এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।