সুরমার পানি কানাইঘাটে ৮০, সিলেটে ৯ এবং সুনামগঞ্জে ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে

সারাদেশ

সিলেট ব্যুরো: সিলেটে বন্যার পানি বাড়ছেই। পাহাড়ি ঢল আর অতি বৃষ্টিতে সিলেটের অধিকাংশ নদনদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে।


বিজ্ঞাপন

সিলেট নগরীর সুরমার তীরবর্তী বেশ কিছু নিচু এলাকায় ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ শহরেও শনিবার থেকে অনেক এলাকা জলমগ্ন।

দুপুর ১২টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ৯ সেন্টিমিটার, সুনামগঞ্জে ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া কুশিয়ারা ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৩০ সেন্টিমিটার এবং সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে ১০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে।

গত শনিবার থেকে রোববার কানাইঘাটে প্রায় ৩০ সেন্টিমিটার বেশি, সিলেটে ৯ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জে ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। অতিবর্ষণে এবং সপ্তাহ খানেক আগের পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত থাকায় এবার উজানের পানি দ্রুত সরছে না।