মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে ১০ লাখ টাকা জরিমানা

অপরাধ আইন ও আদালত স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : অনুমোদনহীন, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে রাজধানীর কাফরুলে অভিযান পরিচালনা করে চার ফার্মেসিকে ১০ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এএসপি আলী মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি দল বুধবার (১৫ জুলাই) দুপুর ২টা থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে।
সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।
র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১০ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অনুমোদনহীন, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মীর ফার্মার মালিক সাবিনা পারভিনকে ৩ লাখ টাকা, ফার্মা প্যালেসের মালিক মো. শাহাদৎ হোসেনকে ২ লাখ টাকা, মৌরি মেডিসিনের মালিক আমিনুল ইসলামকে ৫ লাখ টাকা এবং পপুলার ড্রাগস হাউজের মালিক আব্দুল আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন