পিরোজপুর থেকে মো. সাইফুল ইসলাম : পিরোজপুরের স্বরূপকাঠীতে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ায় থানা মামলা হয়েছে।
জানা যায়, পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার জলাবাড়ী ৪নং ওয়ার্ডের শোভন পাল(২৬), পিতা-পরিমল পাল, এর পুত্রের সাথে দীর্ঘদিন যাবত প্রিয়া পাল(১৯), পিতা-স্বপন হাজরা এর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ ছিল। বিষয়টি দুই পরিবারের মাঝে জানাজানি হলে বিয়য়টি কেউ রাজি ছিল না। এক পর্যায় মেয়ে ও ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে উভয় পক্ষ হিন্দু নিয়ম মোতাবেক বিয়ে দেয়। বিয়ের কয়েক মাস অতিবাহিত হওয়ার পর শুরু হয় সাংসারিক অশান্তি। কারন ছেলে ছিল বেকার আর মেয়ে একটি গ্রামের এনজিও তে সামান্য বেতনে চাকুরি করত। ছেলে অসামাজিক কাজে লিপ্ত ছিল। বিষয়টি স্থানীয় ভাবে তদন্ত করে জানা যায়। মেয়ের বাবার দাবি তার মেয়েকে মারধর করে এক পর্যায় পানিতে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করে। এলাকার সাধারন মানুষ ডাক-চিৎকার শুনে ঘটনা স্থলে এসে মেয়েটিকে ভিজা অবস্থায় পানি থেকে উঠিয়ে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে তাৎক্ষনিক নেছারাবাদ স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য বলে। নেছারাবাদ স্বাস্থ্য কম্পেøক্সে নিয়ে আসালে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মেয়েটিকে মৃত বলে ঘোষণা করে। তখন শনিবার সকাল অনুমান ৯.৩০ টা। মেয়ের বাবা নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম সাহেব বিষয়টি জানায়। পরে মৃত লাশটির পোষ্টমডাম করার জন্য ১১.০০ টার সময় পিরোজপুর সদর হাসপাতের মর্গে পাঠান। এবং পোষ্টমডাম শেষে লাশটিকে তার নিজ বাড়িতে রাত ১১.০০ টার সময় দাহ করা হয়। মেয়েটির বাবা বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ এখনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ তাদের সাধ্য অনুযায়ী আসামীকে গ্রেফতার করার জন্য চারদিকে ফোর্স লাগিয়ে দিয়েছেন।