নিজস্ব প্রতিনিধি : ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে সোমবার কাশিয়াডংগা এলাকা, রাজশাহীতে ১০টি ফার্মেসীতে ঔষধ প্রশাসন অধিদপ্তর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান কালে মেয়াদ উত্তীর্ণ ড্রাগ লাইসেন্স ও লাইসেন্স বিহীন ফার্মেসীর বিষয়ে তদারকিসহ করোনা কোভিট -১৯ চিকিৎসায় ব্যবহৃত ঔষধ – প্যারাসিটামল, এন্টিহিষ্টামিন, ভিটামিন সি, এজিথ্রোমাইসিন, জিন্ক, মন্টিলোকাষ্ট, ডক্সিসাইক্লিন ইত্যাদি সহ সুরক্ষাসামগ্রী – হ্যান্ড স্যানিটাইজার, ডিসইফেটেন্ট, মাস্ক ইত্যাদি সামগ্রী পর্যাপ্ত সরবরাহ সহ সরকার নির্ধারীত মূল্যে বিক্রয় হচ্ছে কিনা, কোনপণ্য নকল হচ্ছে কিনা যাচাই করা হয়।ডেক্সামেথিসন সহOTC ঔষধ ব্যাতীত অন্যান্য ঔষধ ব্যবস্থাপত্র ছাড়া বিক্রয় না করার জন্য নির্দেশ দেওয়া হয়। এতে 2 টি ফার্মেসীকে অনুমোদন বিহীন হ্যান্ড স্যানিটাইজার ,মেয়াদ উত্তির্ণ লাইসেন্সে ঔষধ ব্যবসা করার অপরাধে অর্থ জরিমানা করা হয়।জব্দকৃত মালামাল জনসস্মুখে ধ্বংসকরা হয়।মাস্কপড়ে,সামাজিকদুরত্ব বজায় রেখে,স্বাস্থ্যবিধি মেনে ক্যাশমেমোতে ঔষধ বিক্রয় ও ক্রয়কৃত ঔষধের ইনভয়েস /ক্যাশমেমো সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।নিম্নমানের ও অ-অনুমোদিত পিপিই, মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার বিক্রয় না করার জন্য সর্তক করা হয়।