মো. সাইফুল ইসলাম, পিরোজপুর : প্রতিবছরের ন্যায় এ বছর ও স্বরূপকাঠী পাইলাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কোরবানী উপলক্ষ্যে এক বিশাল গরুর হাট বসেছে। তবে প্রতি বছর যেমন কোরবানীর পশুর হাট ইজারার জন্য ব্যস্ততা দেখা যায় সেখানে এবার নেই কোন ইজারাদার। তবে জানা যায়, গত বছরের তুলনায় অর্ধেক ইজারা দিয়ে নেওয়া হয়েছে কোরবানীর পশুর হাটের ইজারা। এদিকে পশুর হাটে মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক ছোট বড় গরু, ছাগল হাটে উঠছে। ক্রেতা থাকলেও নেই কোন বেচা কেনা। করোনা মহামারির কারনে আগের তুলনায় নেই কোন আনন্দ উল্লাস। নেই কোন বাচ্চাদের গরু হাটে গরু দেখার ও কেনার আনাগোনা। করোনাকে কেন্দ্র করে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার করার জন্য রয়েছে প্রশাসনিক ব্যবস্থা এবং পশুর কোন প্রকার শারীরিক সমস্যা দেখা দিলে তার জন্য রয়েছে পশু চিকিৎসকের একটি ৫ সদস্যের টিম। যেখানে পশুর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।