নিখোঁজ কয়েদির সন্ধানে অভিযান চলছে: আইজি প্রিজন

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা বলেছেন, কাশিমপুরে নিখোঁজ ওই কয়েদিকে এখনও পাওয়া যায়নি। তার সন্ধানে অভিযান চলছে।
এ ব্যাপারে কেউ দায়িত্ব অবহেলা করলে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কয়েদি নিখোঁজ হওয়ার পর শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তিনি এ কথা বলেন।
আইজি প্রিজন বলেন, এ বন্দি আগেও একবার কারাগারের ভেতরে লুকিয়ে ছিলেন। পরে তাকে পাওয়া গেছে। কয়েদি নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা পুলিশকে অবগত করেছি। এখনও কারাগারের ভেতরে অনুসন্ধান চলছে।
এক প্রশ্নের জবাবে মোস্তফা কামাল পাশা বলেন, তিনি পালিয়েও যেতে পারেন। এটাও হয়ে থাকতে পারে।


বিজ্ঞাপন