৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজন এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২০ জনে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিগত কয়েক মাসের তুলনায় চলতি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গত ১৫ দিনে আক্রান্ত হয়ে ভর্তিকৃত রোগীর সংখ্যা মোট ৪০ জন।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৯ জনে। এর মধ্যে জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ২৭ জন, এপ্রিলে ২৫ জন, মে মাসে ১০ জন, জুনে ২০ জন, জুলাইয়ে ২৩ জন এবং চলতি মাসে আজ রোববার পর্যন্ত ৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তবে তাদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা বলছেন, চলতি মাসের শুরু থেকে হাসপাতালগুলোতে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি আগস্ট মাসে-২ আগস্ট পাঁচজন, ৫ আগস্ট ছয়জন, ৭ আগস্ট চারজন এবং ১১ আগস্ট চারজন, ১২ আগস্ট পাঁচজন, ১৪ আগস্ট পাঁচজন এবং আজ (১৬ আগস্ট) চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়।


বিজ্ঞাপন