স্বরূপকাঠীতে নৌযানে ট্রলার শ্রমিকের গলায় ফাঁস দিয়ে মৃত্যু

সারাদেশ

মোঃ সাইফুল ইসলাম, পিরোজপুর : পিরোজপুর জেলার নেছারাবাদ স্বরূপকাঠীর মিয়ারহাটে অবস্থিত ব্রাক ব্যাংক এর কাছে খালে রাখা আল ইনান নামক একটি কার্গোর ইঞ্জিন রুমের মধ্যে ইঞ্জিন এর উপরে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আজ সকাল ১০.০০ ঘটিকার সময় এক কার্গো শমিকের লাশ পাওয়া যায়। লাশটির পরিচয় জানা যায় যে, তার নাম মোঃ আকাশ(১৭), পিতা- মোঃ হান্নান মিয়া, গ্রাম-নয়াকান্দি, থানা-উজিরপুর, জেলা-বরিশাল।
জানা যায়, আকাশ উক্ত ট্রলারের একজন শ্রমিক। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মৃত্যুর খবরটি নেছারাবাদ থানায় অবগত করেন। তৎক্ষনিক নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকতা কামরুজ্জমানসহ তদন্ত ওসি মো. আউয়াল, তার ফোর্স এবং পিরোপজুর জেলার বাংলাদেশ নৌযান শ্রমিকলীগ’র সভাপতি মো. আব্দুল মালেক এবং সাধরণ সম্পাদক মো. জাকির হোসেন বেপারীসহ ঘটনা স্থাল পরিদর্শন এবং পর্যাবেক্ষন করেন। পর্যাবেক্ষন শেষে বিষয়টি তদন্ত সাপেক্ষে উক্ত মৃত্যু ব্যক্তি (আকাশ ১৭কে) মৃত্যুর কারণ শনাক্ত করার জন্য উক্ত ট্রলার এবং মৃত লাশটিকে নেছারাবাদ থানা হেফাজতে নিয়ে আসেন।


বিজ্ঞাপন