ঢাকা-৫, পাবনা-৪ ও নওগাঁ-৬ সেপ্টেম্বর-অক্টোবরেই নির্বাচন

জাতীয়

আহমেদ হৃদয় : ঢাকা-৫, পাবনা-৪ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পাবনা-৪ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। অন্যদিকে চলতি বছরের ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন। গতকাল বর্তমান নির্বাচন কমিশনের ৬৮ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচন কমিশনের সভা শেষে একথা নিশ্চিত করেন ইসি সচিব মো. আলমগীর।
ইসি সচিব মো. আলমগীর বলেন, সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন তো আরো আগেই ৯০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে মহামারী করোনার কারণে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনও পিছিয়ে দেওয়া হয়েছে আরো ৯০ দিন। ইসি সচিব আরো বলেন, উপ-নির্বাচনগুলো আমরা খুব শান্তিপূর্ণভাবেই শেষ করতে চাই। করণা পরিস্থিতিতে নির্বাচনী পথসভা, মিছিল-সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না। নির্বাচনের সময় কোন ধরনের জনসমাগম করা যাবে না।
এদিকে ইসি সচিব আরো জানান, চট্টগ্রাম সিটির প্রশাসক এর মেয়াদ শেষ হলে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন