নিজস্ব প্রতিবেদক : যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটকে বিএসএমএমইউতে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
মঙ্গলবার বঙ্গবন্ধু পমডিকেলে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল এই জিজ্ঞাসাবাদ শুরু করে। ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার হন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। পরে ক্যাসিনো-কা-ে জড়িতদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
উল্লেখ্য যে, যুবলীগ নেতা সম্রাটের হাত ধরেই রাজধানীর ক্লাবগুলোতে ক্যাসিনো শুরু হয়। তিনিই নেপথ্যের কারিগর। আর এই ক্যাসিনো থেকে আসা অবৈধ অর্থের একটা অংশ নিয়মিত পেতেন সম্রাট। এছাড়া, কয়েকটি ক্লাব সম্রাট নিজেই পরিচালনা করতেন।