নিজস্ব প্রতিবেদক : অনলাইনে গছিয়ে দেয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ, নকল ও মানহীন প্রসাধনী। গ্রাহকদের ঠকানোর অভিযোগে বেশ কয়েকটি অনলাইন শপে অভিযান চালিয়েছেন বিএসটিআইএ’র ভ্রাম্যমাণ আদালত। এ সময় দু’টি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরের কয়েকটি অনলাইন শপে অভিযান চালানো হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নিউশপ বিডি নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কনজিউমার সুপারশপ নামে আরো একটি অনলাইন শপেও অভিযান চালায় বিএসটিআই। এ সময় বিপুল পরিমাণ মানহীন ও ভেজাল শ্যাম্পুসহ প্রসাধনী জব্দ করা হয়।