প্রায় কোটি টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪-বিজিবি) ব্যাটালিয়ন কক্সবাজারের বালুখালী বিওপি এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৮৪ লাখ টাকার বার্মিজ ইয়াবাসহ এক মাদকপাচারকারীকে গ্রেফতার করেছে।
বিজিবির উপ পরিাল ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মোঃ তাজমিলুর ইসলাম শনিবার সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বালুখালী বিওপি’র সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, যে টেকনাফ থেকে সিএনজি যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজারের দিকে আসতে পারে। এ সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র চৌকস দল কক্সবাজারের উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র পালংখালী বাজার নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরে ভোরে টেকনাফ হতে একটি সিএনজি আসতে দেখে টহল দল সিএনজিটি থামার জন্য সংকেত দেয়। পরে সিএনজি তল্লাশী চালিয়ে মোঃ আব্দুল করিম (২৩) নামের একজনকে আটক করে। তার বাবার নাম মোঃ আব্দুল রহিম। কক্সবাজারের টেকনাফ হোয়ইকং গ্রামে তাদের বাড়ি। এসময় সিএনজি’র সিটের নিচে প্যাকেটের ভিতর রক্ষিত ষাট হাজার পীস বার্মিজ ইয়াবা, ১টি সিএনজি এবং ১টি মোবাইল ফোন আটক করে। উদ্ধারকৃত ইয়াবার দাম এক কোটি চুরাশি লক্ষ এক হাজার টাকা হবে বলে জানা গেছে।


বিজ্ঞাপন