দেশের সাত কারা তত্ত্বাবধায়ক বদলি

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : দেশের কারাগারের সাত কারা তত্ত্বাবধায়ক-কে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মোহাম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র কারা তত্ত্বাবধায়ক ভারপ্রাপ্ত জাহানারা বেগমকে জামালপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক, জামালপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়কমোখলেছুর রহমানকে মেহেরপুর জেলা কারাগারে, বাগেরহাট জেলা কারাগারের তত্ত্বাবধায়ক গোলাম দস্তগীরকে চাঁদপুর জেলা কারাগারে, চাঁদপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মঈন উদ্দিন ভূঁইয়াকে কারা অধিদপ্তর ঢাকা সহকারী কারা মহাপরিদর্শক হিসেবে, চুয়াডাঙ্গা জেলা কারাগারের মো নজরুল ইসলামকে গাইবান্ধা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক হিসেবে, মেহেরপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক এসএম কামরুল হুদাকে বাগেরহাট জেলা কারাগারে, নড়াইল জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মজিবুর রহমান মজুমদারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক হিসেবে বদলি করা হয়েছে।


বিজ্ঞাপন