টাঙ্গাইলে কৃষক লীগের বৃক্ষ রোপন

সারাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয প্রাঙ্গনে ২৬ সেপ্টেম্বর শনিবার সকালে এ টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাধারন সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। এসময় জেলা কৃষক লীগের সাধারন সমাপদক এডভোকেট শামস উদ্দিনসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধনের পর দলীয় কর্মী ও সমর্থকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।


বিজ্ঞাপন