গাজীপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি

অপরাধ আইন ও আদালত

নিজস্ব সংবাদদাতা : ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের সার্বিক নির্দেশনা ও জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব রিনা বেগম এর নের্তৃত্বে জেলার টঙ্গি পশ্চিম থানাধীন জজ মিয়া বাজার ও ফকির মার্কেটে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। তদারকিকালে এই দুইটি বাজারে নিত্য পণ্যের বাজার পরিদরর্শন করা হয়, এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তির্ণ পন্য বিক্রয়ের অপরাধে ০৬ (ছয়) টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। উল্লেখ্য বাজারে সংশ্লিষ্ট সকল পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন