নিজস্ব সংবাদদাতা : গোপন সংবাদের ভিত্তিতে ২৭/০৯/২০২০ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের টীম সদর মডেল থানা ও শিবগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫২ ( বাহান্ন) বোতল ফেনসিডিল ও ২০০ ( দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরিফ ( ৩০), মোঃ সোহাগ (২৪) ও মোঃ সবুর (৩৫) নামের ০৩ ( তিন) মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে এবং মোঃ গোলাপ ( ৩২) নামের অপর একজন পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সদর মডেল থানায় ও শিবগঞ্জ থানায় পৃথক দু’টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।