হাড়ি গোশত রেস্টুরেন্ট ও ক্যাটারিং সার্ভিসকে ৩লাখ টাকা অর্থদন্ড

আইন ও আদালত জাতীয় রাজধানী

নিজস্ব প্রতিবেদক : রোববার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল কর্তৃক ঢাকার আর কে মিশন রোডের গোপীবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে “হাড়ি গোশত রেস্টুরেন্ট ও ক্যাটারিং সার্ভিস “এর রান্নাঘরে অত্যন্ত নোংরা পরিবেশ এবং প্রচন্ড দুর্গন্ধ পরিলক্ষিত হয়।এছাড়াও চুলার পাশে অপরিষ্কার নালা,বাসি খাবার সংরক্ষণ, রান্না ও কাঁচা মাংস একই ফ্রিজে রাখা, খাবার অযোগ্য পচা সবজি এবং তেলাপোকার বিচরণ পাওয়া যায়। অধিকন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ হালনাগাদ কোন সনদই প্রদর্শন করতে পারেননি। এসকল অপরাধে “হাড়ি গোশত রেস্টুরেন্ট ও ক্যাটারিং সার্ভিস “ এর ম্যানেজারকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। একইসাথে রেঁস্তোরা কর্তৃপক্ষকে সংশোধনের জন্য সতর্ক করা হয়।অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মিজানুর রহমান এবং ব্যাটালিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন