শেরপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি

সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের সার্বিক নির্দেশনা ও জেলা প্রশাসক শেরপুর মহোদয়ের তত্ত্বাবধানে, পুলিশ সুপার শেরপুর মহোদয়ের সহযোগিতায় শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের (অতিরিক্ত দায়িত্ব) নেতৃত্বে জেলার সদর উপজেলার কাকলী মার্কেট ও চকপাঠক এলাকায় বাজার তদারকি করা হয়। উক্ত অভিযানে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। এসময় ভোক্তা অধিকার বিরোধী কাজ করার দায়ে একটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা আরোপ করা হয় এবং সতর্ক করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পন্য, কসমেটিক্স বিক্রি না করা, নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করা, মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য মাইকিং করে নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন