নিজস্ব প্রতিনিধি : শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে, কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে , কক্সবাজার জেলার সদর এলাকায়, বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এসময় কক্সবাজার, সদরের, লাভনী বীচ এলাকার চিটাগাং রেস্টুরেন্ট কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ৫,০০০/-, কয়লা রেস্টুরেন্ট কে মূল্য তালিকা না রাখা, পন্যের গায়ে উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে ১০,০০০/-, সেকেন্ড হোম কিচেন কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও মূল্য তালিকা ঘষামাজা করে মূল্য বৃদ্ধি করার অপরাধে ১০,০০০/- জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, রান্নাঘরের মান উন্নয়ন, খাবারে কোন প্রকার নিষিদ্ধ পন্যের ব্যাবহার না করা, মূল্য বেশি না রাখা, এবং আগত অতিথিদের সাথে শোভন আচরন করার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল সদস্য।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।