দিনাজপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি

রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : অদ্য ১৪ অক্টোবর ২০২০ তারিখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের প্রদত্ত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে জেলার সদর উপজেলার পুলহাট বাজার ও দামুদরনগরে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। তদারকিকালে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমের দন্ডস্বরূপ ২ টি প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪৬ ধারায় ১,৫০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানকালে নিত্য পণ্যের বাজার, গোখাদ্যের দোকান, গোডাউন, কোল্ডস্টোরেজ ইত্যাদি পরিদর্শন করা হয়। বিক্রেতাদের পণ্যের বিক্রয়মূল্য সম্বলিত মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ করতে বলা হয় এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা পুলিশের একটি সুদক্ষ টিম, অতিরিক্ত জেলা প্রানীসম্পদ কর্মকর্তা জনাব আশিকা আকবর তৃষা, জেলা বাজার কর্মকর্তা জনাব রবিউল হাসান, অফিস স্টাফসহ সকলে সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন