মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

অপরাধ আইন ও আদালত রাজধানী

নিজস্ব প্রতিনিধি : মিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন ( উত্তর ) কার্যালয়ের মিরপুর সার্কেলের পরিদর্শক খন্দকার ইকবালুর রহমান ও উপ-পরিদর্শক ফারজুন ইসলামের নেতৃত্বে মিরপুর ১০ বেনারশী পল্লী সংলগ্ন বিহারী ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়। রিলিফ ক্যাম্প এলাকার লোহার গেট স্থানটি ইয়াবা কেনাবেচার স্পট হিসেবে চিহ্নিত করা হয়।
ক্যাম্প থেকে ইয়াবা ও গাঁজা সরবরাহ করে মাদক ব্যবসায়ীরা লোহার গেট দিয়ে প্রবেশ করে ক্যাম্পে চলে যায়- এমন তথ্যের ভিত্তিতে ঐ স্থানে অভিযান পরিচালনা করা হয়। পানির পাম্প সংলগ্ন ওয়াপদা এলাকা থেকে মোঃ জুয়েল, বয়স- ২০ বছর, নামীয় ব্যক্তিকে ইয়াবা সহ আটক করা হয় এবং দুই জন আসামিকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের পূর্বক আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন (উত্তর) কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান অভিযানটির সার্বিক তদারকি করেন । স্থানটিতে নিয়মিত নজরদারি চলমান থাকবে।


বিজ্ঞাপন