বিএসটিআই’র অভিযান

অপরাধ আইন ও আদালত রাজধানী

নিজস্ব প্রতিবেদক : বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার এর নেতৃত্বে মঙ্গলবার ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ঢাকা মহানগরীর মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে বিএসটিআই’র অনুমোদন ব্যতিত গুণগত মানচিহ্ন ব্যবহার করে ড্রিংকিং ওয়াটার বিক্রয়/বিতরণ করায় মেসার্স আল মদিনা সুপার ড্রিংকিং ওয়াটার মার্কেটিং প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং মানহীন প্রায় ১০০টি জার ধ্বংস করা হয়। এছাড়া বিএসটিআই’র ছাড়পত্র/লাইসেন্স ব্যতিত প্রসাধনী পণ্য বিক্রয়/বিতরণ করায় শ্যামলী স্কয়ার শপিং মলের ৩৪৫-৩৪৬ নং শপ মেসার্স বৃত্ত (অনলাইন শপ)-কে ২৫,০০০/- জরিমানা করা হয় এবং আনুমানিক ৩,০০,০০০/- টাকার উক্ত মালামাল জব্দ করা হয়।


বিজ্ঞাপন