বিএসটিআই’র অভিযান

অপরাধ রাজধানী

নিজস্ব প্রতিনিধি : ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মধ্য বাড্ডা এলাকায় ৬ নভেম্বর, ২০২০ তারিখে এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

অভিযুক্ত ২টি প্রতিষ্ঠানের মধ্যে মধ্য বাড্ডা এলাকার মেসার্স বিক্রমপুর স্টীল হাউস রড পরিমাপে প্রতি ১০০ কেজিতে ২০০ গ্রাম কম প্রদান করায় এবং SUMO ব্রান্ডের ১ মেট্রিক টন ধারণক্ষমতার একটি ডিজিটাল প্লাটফর্ম স্কেলের হালনাগাদ ভেরিফিকেশন সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই এলাকার মেসার্স মুন্সীগঞ্জ স্টীল কর্পোরেশন রড পরিমাপে প্রতি ১০০ কেজিতে ৩০০ গ্রাম কম প্রদান করায় এবং INDIGO ব্রান্ডের ১ মেট্রিক টন ধারণক্ষমতার একটি ডিজিটাল প্লাটফর্ম স্কেলের হালনাগাদ ভেরিফিকেশন সনদ না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে বিএসটিআই’র সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।