২০৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

অপরাধ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন কে.সি.দে রোডস্থ হাজারী গলি এলাকায় অভিযান পরিচালনা করে ২০৩০ পিস ইয়াবাসহ ০২ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। গ্রেফতারকৃত ঃ ১) মোঃ হোসেন মিয়া @ হোসেন (২৭), পিতা- জার বক্সস, মাতা- হাসু বিবি, সাং- কালিকাপুর, জার বক্সসের বাড়ী, ২) বাহার মিয়া @ বাহার (১৯), পিতা- ফকির মিয়া, মাতা- পারভিন বেগম, সাং- কালিকাপুর, ফকির মিয়ার বাড়ী, উভয় পোষ্ট- বাতিশা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব জনাব কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) কামরুল ইসলাম চৌধুরী এর নেতৃত্বে ০৩ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১১/১২/২০২০ তারিখ ০৮.৪৫ ঘটিকায়চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন কেসিদে রোডস্থ হাজারী গলি এলাকায় অভিযান পরিচালনা করে ২০৩০ পিস ইয়াবাসহ মো. হোসেন মিয়া @ হোসেন (২৭) ও বাহার মিয়া @ বাহার (১৯)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন