রিক্সাভ্যান চালক মান্নান হত্যা মামলায় গ্রেফতার ২

অপরাধ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : দির্ঘদিন অপেক্ষার পর প্রযুক্তি ব্যাবহারসহ বিজ্ঞান ভিত্তিক তদন্তের মাধ্যমে ক্লুলেস মান্নান হত্যা মামলায় জড়িত তার ৪র্থ স্ত্রী মোছাঃ জুলেখা বেগম (৩৮) এবং স্ত্রী’র অতি ঘনিস্ট মোঃ আবজাল কাজী (৫৫)-দের গতকাল রাত্রীতে শেরপুর উপজেলার কেল্লা গ্রাম থেকে গ্রেফতার করে মামলার তদন্তকারী অফিসার বগুড়া সিআইডি’র ইন্সপেক্টর এটিএম শিফাতুল মাজদার। আবজাল কাজী কেল্লা গ্রামের মৃত নবাব কাজীর ছেলে। গত ২২ ডিসেম্বর ২০১৯ তারিখ সন্ধ্যার পর রিক্সাভ্যান চালক আঃ মান্নান (৫০) প্রতিদিনের মত বাড়ীতে না ফিরে নিখোঁজ হয়। পরেরদিন সকালে মৃত মান্নানের বসত বাড়ীর অদুরে কেল্লা গ্রামে আবাদী জমিতে স্থানীয় লোকজন ভ্যানচালক মান্নানের রক্তাক্ত মৃতদেহ গলায় মাফলার পেচানো অবস্থায় দেখতে পায়। মৃতদেহ তার ছেলে সনাক্ত করে পুলিশকে খবর দেয়। স্থানীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মৃত মান্নানের বড় ছেলে জেল হক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের বিরুদ্ধে শেরপুর থানার মামলা নম্বর: ২৯ তারিখ : ২৩/১২/২০১৯ খ্রি: ধারা ৩৪/৩০২ পেনাল কোড দায়ের করে। চলতি বছর মার্চ মাসে মামলাটি সিআইডি স্ব- উদ্যোগে নিয়ন্ত্রনে গ্রহন করে মামলার তদন্তকাজ শুরু করে। দির্ঘদিন চেষ্টার পর তদন্তকারী অফিসার তদন্তে অভিযুক্ত ঐ দুজন আসামীকে গ্রেফতার করে ১০ ডিসেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। তদন্তে অভিযুক্ত অন্যান্য আসামীরা অল্প দিনেই গ্রেফতার করা সম্ভব হবে বলে তদন্তকারী অফিসার জানিয়েছে।


বিজ্ঞাপন