নিজস্ব প্রতিনিধি : ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি এলাকায় রোববার বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত গিয়ে দেখতে পায় মেসার্স ক্যাব এক্সপ্রেস (বিডি) লিমিটেড ডিজেল পরিমাপে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৯০ ও ৫৬০ মিলি লিটার করে কম প্রদান করছে। জ্বালানি তেল পরিমাপে কম প্রদান করায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র ঊর্ধ্বতন পরীক্ষক মো: রাকিবুল আলম এবং পরিদর্শক মো: আল হাসনাত অংশগ্রহণ করেন।