কেরাণীগঞ্জে আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর বিজয় দিবস পালন

ঢাকা

 

নিজস্ব প্রতিনিধি : ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার আগানগর গুদারাঘাটে ১৬ ডিসেম্বর রাতে কেরাণীগঞ্জ আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে এ আঞ্চলিক শাখার সভাপতি শেখ মানিক এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং আতশবাজি ফুটিয়ে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়। এ বিজয় অনুষ্ঠানে আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীও বিভিন্ন আওয়ামী অঙ্গ সংগঠনের সদস্যসহ কয়েক হাজার জনতা সমবেত হয়। এর পূর্বে এ আঞ্চলিক শাখার নেতারা ১৫ ডিসেম্বর সন্ধ্যায় শহীদদের আত্মার শান্তি কামনা করে দলীয় নেতাকর্মীসহ গরীব-দুঃখী জনতার মাঝে খিচুড়ি বিতরণ করেন। এ অনুষ্ঠানে দলীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা শাখার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, কেরাণীগঞ্জ থানা শাখার বাংলাদেশ কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আঞ্চলিক শাখা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান মাদবর, থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সদস্য আরিফ হোসেন জয় ও কেরাণীগঞ্জ আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি শেখ মানিক, সিঃ সহ-সভাপতি দলিল দেওয়ান, সহ-সভাপতি মিনাল হোসেন, নুর মোহাম্মদ, ফারুক হাওলাদার, বি.এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান পাঠান, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন, বাদল, শাহিন, মহিলা সম্পাদিকা রুমা আক্তার মনি, দপ্তর সম্পাদক শাহ্ আলম ঢালী, অর্থ সম্পাদক এম আকবর, প্রচার সম্পাদক বিপ্লব, ক্রীড়া সম্পাদক লাল মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক কিবরিয়াসহ আরোও অনেকে। এ বিজয় উৎসবের আমেজ রাত ২টা পর্যন্ত স্থায়ী হয়।


বিজ্ঞাপন