শেখ হাসিনার নেতৃত্বেই দেশে গণতন্ত্রের যাত্রা অব্যাহত আছে : এমপি মিলন

রাজনীতি সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অ্যাডঃ আমিরুল আলম মিলন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বেই দেশে গণতন্ত্রের যাত্রা অব্যাহত আছে। জাতীর পিতার ভাস্কর্য ভেঙ্গে উন্নয়নের এ ধারা নস্যাৎকারী বিএনপি জামায়াত চক্রান্ত মুক্তিযোদ্ধারা সফল হতে দেবেনা। শুক্রবার সকালে বাগেরহাটের শরণখোলায় হানাদারমুক্ত দিবস পালন উপলক্ষে আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শরণখোলা উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজমল হোসেন মুক্তা।
স্মৃতিচারন অনুষ্ঠানের পূর্বে ছিল বিজয় র‌্যালী, শহীদ মুক্তিযোদ্ধাদের মাজার জিয়ারত, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করা হয়।
সম্মানিত আতিথি হিসাবে উপস্থিত থেকে স্মৃতিচারন করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ আফজাল হোসাইন, সুবেদার (অবঃ) আঃ গফ্ফার, হেমায়েত উদ্দিন বাদশা, এমএ খালেক খান, আবু জাফর জব্বার, আওয়ামীলীগ নেতা এম এ রশিদ আকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সভাপতি বাবুল দাস প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৬ডিম্বের দেশ স্বাধীন হওয়ার পরও শরণখোলায় যুদ্ধ চলে আরো দুইদিন। টানা পাঁচদিনের সম্মুখযুদ্ধে পরাস্থ হয়ে পালিয়ে যায় রাজাকাররা। শেষ যুদ্ধে শহীদ হন পাঁচ বীর যোদ্ধা।


বিজ্ঞাপন