জালালাবাদে কুখ্যাত ডাকাত সর্দার অস্ত্রসহ গ্রেফতার

সিলেট

নিজস্ব প্রতিনিধি : ১৮/১২/২০২০খ্রিঃ তারিখ রাত ০৩:০০ ঘটিকার সময় জালালাবাদ থানার এসআই/লিটন চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র জালালাবাদ থানাধীন ১নং জালালাবাদ ইউ/পি এর হেংলাকান্দি সাকিনস্থ হেংলাকান্দি জামে মসজিদ সংলগ্ন আব্দুল কাদির মিয়ার নির্মানাধীন বিল্ডিং এর তাবুর নীচে একজন কুখ্যাত ডাকাত সর্দার অস্ত্র সহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া এসআই(নিঃ) লিটন চন্দ্র নাথ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উল্লেখিত ঘটনাস্থলে উপস্থিত হইয়া অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মিজানুর রহমান @ মিজাজুল (৪৮), পিতা-মৃত আব্দুল সোবহান, সাং-হেংলাকান্দি, থানা-জালালাবাদ, জেলা-সিলেটকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে (ক) একটি দেশীয় তৈরী ছুরি লম্বা অনুমান ০৩ ফুট ০২ ইঞ্চি, যাহার হাতল ০৮ ইঞ্চি। ছুরির একপাশে ধারালো এবং অগ্রভাগে সুচালো, (খ) একটি অর্ধ বাকানো লোহার রড, যাহার দৈর্ঘ্য ০৩ ফুট ৩.৫ ইঞ্চি উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১৯/১২/২০২০খ্রিঃ তারিখ ভোর ০৫:১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ) লিটন চন্দ্র নাথ বাদী হইয়া উপরোক্ত আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-৩৬, তাং-১৯/১২/২০২০খ্রিঃ, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইন (সংশোধনী-২০০২) এর ১৯ অ ; রুজু করা হয়। আটক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে। বিষয়টি জনাব অকিল উদ্দিন আহম্মদ, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট নিশ্চিত করেন।


বিজ্ঞাপন

উল্লেখ্য যে, বর্ণিত আসামীর বিরুদ্ধে সিলেট মহানগরী থানা এলাকা সহ সিলেট/সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১২টি মামলা রহিয়াছে।