বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষের নওয়াপাড়া ভৈরব নদী বন্দর পরিদর্শন

খুলনা সারাদেশ

সুমন হোসেন, অভয়নগর : অভয়নগরের নওয়াপাড়া ভৈরব নদী বন্দর এলাকা পরিদর্শন করলেন নৌ-পরিবহণ মন্ত্রনালয়ের বিআইডাব্লিউটিএ কতৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) কতৃক প্রস্তাবিত ‘নওয়াপাড়া নদী বন্দর এলাকায় টার্মিনালসহ বন্দর সুবিধাদি নির্মাণ’ শীর্ষক প্রকল্পের বন্দর অবকাঠামো নির্মাণের স্থান নির্বাচনসহ সামগ্রিক প্রকল্প প্রস্তাবের উপর মতামত প্রদানের এবং নদী বন্দর এলাকা পরিদর্শনের জন্য বিআইডাব্লিউটিএ’র ৬ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির সদস্যরা নদী বন্দর এলাকা পরিদর্শন করেন। নওয়াপাড়া নদী বন্দর পরিদর্শন কমিটির আহবায়ক বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রনালয়ের (সংস্থা-২) এর অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বনিক, আহবায়ক কমিিটর সদস্য বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রনালয়ের (পরি-২) এর যুগ্ম-সচিব প্রদিপ কুমার মহোত্তম, বিআইডাব্লিউটিএ’র প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ মহিদুল ইসলাম, বিআইডাব্লিউটিএ’র পওন সার্কেল এর নির্বাহী প্রকৌশলী এ, এস, এম, আশরাফুজ্জামান ও বিআইডাব্লিউটিএ’র নওয়াপাড়া নদী বন্দরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম মিয়া। এসময় উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটিএ’র খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, বিআইডাব্লিউটিএ’র খুলনা বিভাগের ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসাইন খাঁন সহ প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা শেষে নওয়াপাড়া ভৈরব নদী বন্দর এলাকা পরিাদর্শন শেষে কমিটির আহবায়ক বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রনালয়ের (সংস্থা-২) এর অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বনিক এর এই বিষয়ে মতামত জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আপনারা উপজেলা নির্বাহী কর্মকর্তার থেকে পরে জেনে নেবেন। নওয়াপাড়া নদী বন্দর এর পরিদর্শন বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেন নি তিনি। তিনি বলেন এখন ব্যস্ত আছি পরে কথা বলেন। সূত্র জানায়, পরিদর্শনের কার্যপরিধি হিসেবে উল্লেখ করেন বন্দর অবকাঠামো নির্মাণের স্থান নির্বাচন, গুদাম, উন্মুক্ত মজুদ স্থান, বন্দর ভবন, যাত্রী বিশ্রামাগার, ডরমিটারি টয়লেট, ব্যারাক সেন্টার ইত্যাদির পরিধি এবং সামগ্রিক স্থান নির্বাচন। সূত্র আরও জানায়, নওয়াপাড়া নদী বন্দর এলাকার সরেজমিনে পরিদর্শন করে সামগ্রিক প্রকল্প প্রস্তাবের উপর প্রতিবেদন আগামী ১৫দিনের মধ্যে মন্ত্রণালয়ে দাখিল করার নির্দেশ রয়েছে। বিআইডাব্লিউটিএ সূত্র জানায়, নওয়াপাড়া নদী বন্দর আধুনিকায়ন করার জন্য বাংলাদেশ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ১৫০০ কোটি টাকার একটি বরাদ্দ রয়েছে। যা দিয়ে নওয়াপাড়া নদী বন্দরে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম খুব দ্রুত করা হবে।


বিজ্ঞাপন