সড়ক নিরাপত্তা এবং আঞ্চলিক পরিবহন কমিটির সভা

খুলনা

নিজস্ব প্রতিবেদক : বুধবার মোঃ মাসুদুর রহমান ভূঞা, পুলিশ কমিশনার, কেএমপি মহোদয়ের সভাপতিত্বে কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ, খুলনা এর যৌথ আয়োজনে মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা এবং আঞ্চলিক পরিবহন কমিটি, খুলনার সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় খুলনা মহানগরীতে যানজট নিরসনে নিরলসভাবে কাজ
করার জন্য সভায় উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রশংসা করেছেন।


বিজ্ঞাপন

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম(সেবা), ডেপুটি পুলিশ কমিশনার(সদর) মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) রিয়াজ উদ্দিন(পিপিএম), স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার মোঃ হাফিজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার(ট্রাফিক)
খন্দকার আবু হাসান, মোঃ আনিসুজ্জামান মাসুদ, নির্বাহী প্রকৌশলী(সওজ), খুলনা;উজ্জ্বল দেবনাথ, সহকারী প্রকৌশলী(এলজিইডি), খুলনা; মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তথ্য অফিসার(জেলা তথ্য অফিস), খুলনা; এস এম ইকবাল হোসেন বিপ্লব, সভাপতি(নিরাপদ সড়ক চাই), খুলনা মহানগর; আব্দুর রহিম বক্স দুদু, সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন, খুলনা-সহ অন্যান্য সিভিল কর্মকর্তাবৃন্দ।


বিজ্ঞাপন