র‌্যাব সেবা সপ্তাহে শীতবস্ত্র বিতরন

অপরাধ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে চলমান সপ্তাহব্যাপী “র‌্যাব সেবা সপ্তাহ” পালনের অংশ হিসেবে বৃহস্পতিবার র‌্যাব-৪ এর ব্যাটালিয়ন প্রাঙ্গনে উপস্থিত দুঃস্থ, সুবিধা বঞ্চিত, হতদরিদ্র শীতার্ত, নারী, শিশু, বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম, অধিনায়ক, র‌্যাব-৪ শীত বস্ত্র বিতরণ করেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন মেজর মোঃ কামরুল হোসেন (উপ-অধিনায়ক), কোম্পানী কমান্ডারগণ এবং ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানের শুরুতে অধিনায়ক মহোদয় র‌্যাব-৪ এর আভিযানিক কার্যক্রম জোরদারের মাধ্যমে সন্ত্রাস, চাদাবাজ, মাদক, জঙ্গী দমনের অঙ্গীকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মুজিববর্ষে শীতার্থদের জন্য উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছা বিনিময় করে প্রায় এক হাজার নারী, শিশু, বৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধি শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠান পরবর্তীতে র‌্যাব-৪ আওতাধীন সাভার ও মানিকগঞ্জ এলাকাসমূহে পর্যায়ক্রমে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে।


বিজ্ঞাপন

অদূর ভবিষ্যতে এরুপ জনকল্যাণমূলক কর্মসূচী বাস্তবায়নের লক্ষে র‌্যাব-৪ এর অগ্রণী ভুমিকা অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন

শীতবস্ত্র বিতরণ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ২৬ মার্চ ২০২০খ্রি. থেকে ২৬ মার্চ ২০২১খ্রি. পর্যন্ত বাংলাদেশ সরকার কর্তৃক ‘মুজিববর্ষ’ ঘোষনা করা হয়েছে। মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে র‌্যাব ফোর্সেস সদর দপ্তর ০১ জানুয়ারি ২০২১খ্রি. থেকে প্রথম ৭ কর্মদিবসকে ‘র‌্যাব সেবা সপ্তাহ’ ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট কর্তৃক আয়োজিত কর্মসূচির ৫ ম দিন হিসেবে বৃহস্পতিবার অসহায় ও গরীব শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মহতি এ কর্মকান্ডের উদ্বোধন করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মূসা মোঃ শরীফুল ইসলাম- পিএসসি, এএসসি। ব্যাটালিয়ন সদরের এ কর্মসূচির আওতায় ৪০০ জন অসহায় ও গরীব শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন। এছাড়াও সিপিসি -২( শ্রীমঙ্গল ক্যাম্প) ও সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার যথাক্রমে মেজর আহমেদ নোমান জাকি ও লেঃ কমান্ডার ফয়সাল অহমেদ এর ব্যবস্থাপনায় ৬০০ জন অসহায় ও গরীব শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।