নিজস্ব প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) আমিনুর রহমান(২৫), পিতা- মৃতঃ আঃ সাত্তার শিকদার,সাং- উঃ তলুইগাছা, থানা- সাতক্ষীরা, জেলা-সাতক্ষীরা; ২) আফজাল হোসেন(২৫), পিতা- মোঃ বেল্লাল গাজী, সাং- উঃ তলুইগাছা, থানা- সাতক্ষীরা, জেলা-সাতক্ষীরা; ৩) লাবনী বেগম(২৫), পিতা- কাকা মিয়া মোল্লা, স্বামী- করিম বাবু@ পয়েন্ট বাবু, গ্রাম- নতুন ঘোষগাতী, থানা- মোল্লারহাট, জেলা-বাগেরহাট, এ/পি সাং- নর্থ জোন এ/৩০, রোড নং-২৬৫, শরিফ সালাউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া, থানা- খালিশপুর; ৪) মোঃ আসলাম শেখ ওরফে বাট্টু(২৯), পিতা-মৃতঃ আঃ হান্নান শেখ, সাং-উত্তর কাশিপুর, থানা-খালিশপুর; ৫) মোছাঃ ঝুনু বেগম@ এ্যানি(৩৫), স্বামী-মোঃ আশিকুর রহমান@ সেলিম, পিতা-খোকন বিশ্বাস, সাং-বকুলতলী, থানা-বেতাগী, জেলা-বরগুনা, এ/পি সাং-টুটপাড়া দিলখোলা রোড, হোল্ডি নং-০৭, ওয়ার্ড নং-৩০, থানা-খুলনা; ৬) গৌতম মিস্ত্রি(৩৫), পিতা-জগদীশ মিস্ত্রি, সাং-৪নং রেলওয়ে ঘাট কলোনী, রেলওয়ের জায়গায় ঘর তুলিয়া বসবাস, থানা-খুলনা এবং ৭) দেলোয়ার তালুকদার(৪৬), পিতা-মোহম্মদ তালুকদার, সাং-নিশানবাড়ীয়া, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-৪ নং ঘাট কলোনী সেলিম শিকদারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-খুলনা, খুলনা মহানগরীগণকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীগণের নিকট হতে ৫৫০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ লিটার দেশীয় চোলাই মদ আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।