নিজস্ব প্রতিবেদক : আজ মোঃ মাসুদুর রহমান ভূঞা, পুলিশ কমিশনার, কেএমপি মহোদয় এঁর সভাপতিত্বে কেএমপি’র হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কেএমপি কমিশনার খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কেএমপি’র সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কেএমপি কমিশনার সকল জোনের ডেপুটি পুলিশ কমিশনারদের স্ব-স্ব জোনে মাদক উদ্ধার ও সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধে অধিকতর তৎপর হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেন। কেএমপি পুলিশ কমিশনার মহোদয় তার বক্তব্যে সকল থানার অফিসার ইনচার্জদেরকে থানায় আগত সেবা প্রার্থীদের সাথে ভাল ব্যবহার করে তাদের কাঙ্খিত সেবা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন। থানায় রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের তদন্ত কার্যক্রম দ্রুত সমাপ্ত করে পুলিশি সেবা নিশ্চিত করার উপর জোরারোপ করেন। এছাড়াও কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় ডিসেম্বর ২০২০ খ্রিঃ মাসের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদেরকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম(সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, কেএমপি’র সকল অতিঃ ডেপুটি-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারি পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ এবং অন্যান্য অফিসারবৃন্দ।